পল্লী বিদ্যুৎ সমিতির প্রতারণা থেকে বাঁচতে চায় সাধারণ গ্রাহক

প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, জুন ৩০, ২০১৯

নামুজা (বগুড়া) প্রতিনিধিঃ পল্লী বিদ্যুৎ সমিতি’র প্রতারণা থেকে বাঁচতে চায় পল্লী বিদ্যুৎ গ্রাহকরা। বিল পরিশোধের শেষ তারিখ যেদিনই থাক, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ সাফ বলে দিয়েছে বিল নেবে ৩০ জুন রবিবার। ২৭জুন পল্লী বিদ্যুৎ গ্রাহকের জুন মাসের বিল পরিশোধ করার শেষ তারিখ ধার্য থাকলেও মূল বিল না নিয়ে মাশুল সহ বিল পরিশোধ করতে পল্লী বিদ্যুৎ গ্রাহকদের বাধ্য করছে।

 

এ ব্যাপারে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি নামুজা অভিযোগ কেন্দ্রে বিল গ্রহণকারী সঙ্গে কথা বললে তিনি বলেন মোকামতলা অফিসের ডিজিএম স্যারের সঙ্গে কথা বলেন। বগুড়ার মোকামতলা পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম রাজ্জাকুল এর সঙ্গে মোবাইল ফোনে উপরোক্ত বিষয়ে কথা বললে তিনি বলেন এ বিষয়ে আমাদের কিছু করার নেই। পল্লী বিদ্যুতের এই প্রতারণার হাত থেকে মুক্তি পেতে এলাকাবাসী উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।