সিলেট-সুনামগঞ্জ সড়কে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

প্রকাশিত: ১০:০৫ পূর্বাহ্ণ, জুন ৪, ২০১৯

সিলেট-সুনামগঞ্জ সড়কে বিআরটিসি বাস সার্ভিস চালুর সিদ্ধান্তের প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘটে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

সোমবার (৩ জুন) সকাল সাতটা থেকে অনির্দিষ্টকালের এ কর্মসূচি শুরু হয়। সিলেট-সুনামগঞ্জ সড়কে বেসরকারি বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। একই সঙ্গে ছাতক, দিরাই, জগন্নাথপুরসহ আন্তঃজেলা রুটেও বাস চলাচল বন্ধ রেখেছে মালিক ও শ্রমিকরা।

এতে বিপাকে পড়েছেন ঈদে ঘরমুখো যাত্রীরা। ঈদের আগে বাস মালিকদের এমন সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন তারা।

সম্প্রতি যাত্রীদের সুবিধা বিবেচনায় নিয়ে সিলেট-সুনামগঞ্জ সড়কে একঘণ্টা পর পর চারটি বিআরটিসি বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নেয় সরকার। এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে আসছে পরিবহন মালিকরা।