সিলেটে ছাত্রলীগের দুই গ্রুপের মারামারি

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, মে ১০, ২০২০
4 SYLHET

সিলেটে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক ছাত্রলীগ কর্মী ছুরিকাহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ১১টার দিকে নগরীর বাগবাড়ি নরসিংটিলা এলাকায় এ মারামারির ঘটনা ঘটে।

জানা গেছে, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার গ্রুপের কর্মীদের সাথে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব নিয়ে ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি জামিল আহমদ গ্রুপের কর্মীদের কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে তুষার গ্রুপের কর্মী সুহেল আহমদ, জয়, শাহাদাত হোসেনসহ কয়েকজন মিলে জামিল গ্রুপের কর্মীদের উপর হামলা চালান। এ সময় জামিল গ্রুপের কর্মী পারভেজ আহমদের ডান পায়ে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

পারভেজ নগরীর সাগরদিঘীরপাড়ের বাসিন্দা। এদিকে, পারভেজকে ছুরিকাঘাতের জেরে শনিবার দিবাগত রাত ১২টার দিকে জামিল গ্রুপের বেশ কয়েকজন কর্মী মিলে দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে নরসিংটিলা এলাকায় মহড়া দেন। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে মহড়াকারীরা পালিয়ে যায়।

নগরীর কোতোয়ালী থানার ওসি সেলিম মিয়া বলেন, দুটি গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

পারভেজ নামের একজন ছুরিকাহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পুলিশ অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবে।