সকল রাজবন্দির মুক্তির জন্য ধানের শীষে ভোট দিন : সৈয়দ মুহাম্মদ ইবরাহিম

প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৮

চট্টগ্রাম-৫ আসনে বিশ দলীয় জোট মনোনীত প্রার্থী বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব. সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক বলেন , চলমান আন্দোলন সংগ্রামকে অব্যাহত রাখার পাশা পাশি দেশ নেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তির জন্য আমরা নির্বাচনে অংশ গ্রহন করেছি।তাই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অংশ হিসেবে,আগামী ৩০ ডিসেম্বর ধানের শীষে ভোট দিয়ে হাটহাজারীকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করার সুযোগ দিন।
তিনি গতকাল শনিবার সকাল ৯টা থেকে শিকারপুর ,বুড়িশ্চর ইউনিয়নে বিভিন্ন স্থানে গণসংযোগকালে উপরোক্ত বক্তব্য রাখেন।এর আগে তিনি শিকারপুর ইউনিয়নের পশ্চিম কুয়াশ,রাজারহাট,তেুতুল তলা, নজুমিয়াহাট,চিনের পুল,বুড়িশ্চর খলিফাপাড়া সহ দুই ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।এরপর বিকালে দক্ষিন মার্দাশা ইউনিয়নের মধুনাঘাট বাজার থেকে গণসংযোগ শুরু করে ৩০টি পথ সভায় বক্তব্য রাখেন।
গণসংযোগকালে ইবরাহিম নির্বাচিত হলে হাটহাজারীকে মাদক ও সন্ত্রাস মুক্ত,বেকার যুবসমাজের জন্য কারিগরী ও বৃক্তিমূলক প্রশিক্ষনের সুযোগ করে দেওয়া হবে বলে জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব সোলাইমান মঞ্জু,রেজাউন নুর সিদ্দিকি উজ্বল,সদস্য সৈয়দ মোঃ মহসিন, বুড়িশ্চর ইউনিয়ন বিএনপির সভাপতি আ ন,ম ইনুচ,সাবেক সভাপতি ওসমান গনী,আইবুব খান,সাইফুল আলম, ওমর ফারুক ,নাছির সওদাগর, আলহাজ্ব আবুল বশর, তাজুল ইসলাম, নুরুল আমিন, ফোরকান চৌ. প্রমুখ।