শিবগঞ্জে ৪’শ দরিদ্র পরিবারের পাশে কমিউনিটি পুলিশ

আব্দুর রহমান আব্দুর রহমান

শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ, মে ১৮, ২০২০

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেনা, এই শ্লোগানকে বুকে ধারণ করে পালন করে চলেছেন কমিউনিটি পুলিশিং ফোরাম।

বিশ্বব্যাপী নভেল করোনা ভাইরাসে দিনমজুর খেটে খাওয়া কর্মহীন হয়ে পড়া দরিদ্রদের পার্শ্বে ঈদ সামগ্রী ও উপহার নিয়ে পার্শ্বে দাঁড়িয়েছেন বগুড়ার শিবগঞ্জ সদর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরাম।

 

১৭ মে (রবিবার) সকালে শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গুজিয়া বন্দরে ৪’শ পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার অফিসার (ইনচার্জ) ওসি মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আবু জাফর মন্ডল, কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক ও গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুলের পরিচালক শাহিনূর ইসলাম শাহিন।

এছাড়াও উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদ, আফজাল হোসেন, যুবলীগ নেতা এবং সাংবাদিক শাহাবুদ্দীন শিবলী, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম, আব্দুল জলিল প্রমূখ।

উপহার ও ঈদ সামগ্রী পেয়ে সকলে হৃদয় জুড়ানো হাসি মুখে সন্তুষ্টিচিত্তে বাড়ী ফিরেছেন।