শিবগঞ্জে ৩’শ বস্তা চোরাই পশুখাদ্যসহ দুইজন আটক

প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৯

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ শিবগঞ্জের পিরবে চোরাই ফিড ক্রয়ের দায়ে দুইজনকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ।

২৬সেপ্টেম্বর সকালে বগুড়ার শিবগঞ্জে পিরবে মেসার্স রিয়া এন্ড মোমিন ট্রেডার্সের মালিক এর গোডাউন থেকে তিনশত বস্তা মাছ মুরগী ও গরু’র চোরাই ফিড আটক করেছে থানা পুলিশ।
জানা যায়, গাজীপুর জেলার শ্রীপুর থানার রাব্বী ট্রান্সপোর্ট ফিড কোম্পানীর মালিক সিরাজুল ইসলাম, শেরপুর থানার ট্রাক ড্রাইভার মোস্তফার মাধ্যমে বগুড়ার বনানীতে উক্ত ফিড পৌছে দেওয়া কথা থাকলেও সে বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের খড়কোনা গ্রামের মৃত হায়দার আলীর পুত্র আব্দুর রহমান এর মেসার্স রিয়া এন্ড মোমিন ট্রেডার্সের মালিকের নিকট কম মূল্যে তা বিক্রয় করে।
২৬সেপ্টেম্বর গাজীপুর জেলার শ্রীপুর থানার এস আই শহিদুল ইসলাম বিপিএম এর নেতৃত্বে শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমানের দিক নির্দেশনা ও সহযোগীতায় এস আই আবু সাইদ উক্ত মালামাল ট্রাক চালক ও মেসার্স রিয়া এন্ড মোমিন ট্রেডার্সের মালিক আব্দুর রহমান সহ ২জনকে আটক করে।
এ ব্যাপারে শ্রীপুর থানায় ফিডের মালিক সিরাজুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন, গ্রেফতার কৃত ট্রাক চালক মোস্তাফার স্বীকারোক্তিতে শিবগঞ্জের পিরব হতে উক্ত মালামাল শিবগঞ্জ থানা পুলিশের সহয়তায় উদ্ধার করেন।