শিবগঞ্জে ‘মাঝিহট্ট উচ্চ বিদ্যালয়’এ স্বচ্ছ শিক্ষক নিয়োগের দাবীতে মানববন্ধন

আব্দুর রহমান আব্দুর রহমান

শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ৩:৩১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২০

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক স্বচ্ছ নিয়োগের জন্য বিদ্যালয়ের সামনে রাস্তায় মানববন্ধন করেন অভিভাবকবৃন্দ ও স্থানীয় জনতা।

৪ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ১১টায় এ মানববন্ধন করা হয়।

জানা যায়, মাঝিহট্ট দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের রেগুলার ম্যানেজিং কমিটির সদস্য মোছাঃ মুর্শিদা বেগম বাদী হয়ে গত ৩১/০৮/২০২০ইং তারিখে বিদ্যালয় পরিদর্শক, রাজশাহী শিাবোর্ড সহ বিভিন্ন মহলে লিখিত অভিযোগ দায়ের করেন।
উক্ত অভিযোগে বলা হয়েছে, বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি তার দায়ীত্ব গ্রহনের পর হতেই অনিয়ন, দুর্নীতির মাধ্যমে বিদ্যালয়ের স্বার্থ বিরোধী কার্যকলাপ ও অর্থ আত্মসাৎ করাসহ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ধ্বংস করে আসছেন। তাহাকে পদচ্যূত করে বিদ্যালয়টিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন।

এ ব্যাপারে অত্র বিদ্যালয়ের অভিভাবক, স্থানীয় প্রায় দুই শতাধিক জনতা কর্তৃক মানববন্ধন অনুষ্ঠিত হয়।