শিবগঞ্জে কর্মহীন অসহায় মানুষের পাশে ‘কালের কন্ঠ শুভসংঘ’

আব্দুর রহমান আব্দুর রহমান

শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২১

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ৩০০জন অতিদরিদ্র অসহায় পরিবারের মাঝে কালের কন্ঠ শুভসংঘ উদ্যোগে খাদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

৩১ জুলাই (শনিবার) বগুড়ার শিবগঞ্জ উপজেলা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে বসুন্ধরা গ্রুপের সহায়তায় বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কভিড১৯) কারনে কর্মহীন হয়ে পড়া অসহায় অতিদরিদ্র পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন শুভসংঘের সদস্যরা।

ত্রানবিতরণের প্রধান অতিথি শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, বক্তব্যে বলেন আমি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোহানকে অভিনন্দন জানাই দেশে অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠান রয়েছে কিন্তু তারা এগিয়ে আসেনি। মহামারী করোনায় এই বসুন্ধরা গ্রুপ এগিয়ে এসেছে। অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। কালের কন্ঠ শুভসংঘের মাধ্যমে সারা দেশেই ত্রাণসামগ্রী বিতরণ করছে। তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।

ত্রান বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌরমেয়র তৌহিদুর রহমান মানিক, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম। উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, কালের কন্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কন্ঠের ব্যুরোপ্রধান লিমন বাসার, শুভসংঘের বগুড়া জেলা শাখার প্রতিষ্ঠাতা ঠান্ডা আজাদ, শুভসংঘ বগুড়া জেলার উপদেষ্টা মোস্তফা মাহমুদ শাওন, শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ মাহদী, আশরাফ জীবন, বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক শিশির মোস্তাফিজ, সদস্য মশিউর রহমান জুয়েল, সাংবাদিক কনক দেব, প্রদীপ মহন্ত, পৌর কাউন্সিল মমিনুর রহমান, শাহীন শাহ মন্ডল। পৌর কাউন্সিল মিনারা বেগম প্রমুখ।