শিবগঞ্জে আলুর মূল্য নিয়ন্ত্রণে ৩টি হিমাগারে ভ্র‍্যাম্যমান আদালত

আব্দুর রহমান আব্দুর রহমান

শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২০

আলুর বাজার মূল্য নিয়ন্ত্রণে এবং বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি রোধে শিবগঞ্জে তিনটি হিমাগারে ভ্র‍্যাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

২২ অক্টোবর বৃহস্পতিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলাধীন নাটমরিচাই হিমাদ্রী কোল্ড স্টোরেজ, বগিলাগাড়ী নিউ কাফেলা কোল্ড স্টোরেজ এবং উথলী সাহা হিমাগার প্রা. লিমিটেড নামক ০৩(তিন)টি হিমাগারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আলমগীর কবীর।

এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ সার্কেল এএসপি জনাব আরিফুল ইসলাম সিদ্দিকী, অফিসার ইনচার্জ জনাব বদিউজ্জামানসহ সঙ্গীয় পুলিশ ফোর্স।

চলতি মৌসুমের জন্য প্রয়োজনীয় বীজ আলু ব্যতীত অবৈধভাবে আলু সংরক্ষণের দায়ে বগিলাগাড়ী নিউ কাফেলা কোল্ড স্টোরেজকে ১০,০০০/- টাকা এবং উথলী সাহা হিমাগার প্রা. লিমিটেডকে ১৫,০০০/- টাকা জরিমানা করা হয়। সেই সাথে ০৭ (সাত) দিনের মধ্যে ১০% বীজ আলু ছাড়া অবশিষ্ট মজুদকৃত আলু খালাসের জন্য নির্দেশনা প্রদান করা হয়। আলুর কৃত্রিম সংকট সৃষ্টি রোধে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।।