শবেবরাতে ৭৫ ভিক্ষুকের ভিক্ষা না করার শপথ

প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০১৯

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদফতরের আর্থিক সহযোগিতায় রোববার ৭৫ জনকে পুনর্বাসন করা হয়েছে। ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচিতে উপজেলায় এ পর্যন্ত ১২০ জনকে পুনর্বাসন হয়েছে।

এসব উপকরণ বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। সহকারী কমিশনার (ভূমি) বরমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসসহ উপজেলার কর্মকর্তারা।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলার রশিদ সোনু।

আর ভিক্ষাবৃত্তি করবে না এ মর্মে ভিক্ষুকদের শপথ পাঠ করান প্রধান অতিথি এমপি ডা. শিমুল।

উল্লেখ্য, এর আগে ২ বার ৪২ জন ভিক্ষুককে পুনর্বাসনের জন্য বিভিন্ন উপকরণ দেয়া হয়েছে।

উপজেলা কর্মকর্তা জানান, শিবগঞ্জ উপজেলাকে ভিক্ষুকমুক্ত করার লক্ষ্যে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচি অব্যাহত থাকবে।