লক্ষ্মীপুরে পিকআপচাপায় মাদ্রাসাছাত্র নিহত, সড়ক অবরোধ

প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০১৯

লক্ষ্মীপুরে পিকআপভ্যানচাপায় ইয়াসিন আরাফাত (৮) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে।

এদিকে এ ঘটনার প্রতিবাদে লক্ষ্মীপুর-মজু চৌধুরীর হাট সড়ক ২ ঘণ্টা অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী। এ সময় ঘাতক পিকআপটি ভাঙচুর করা হয়। ওই রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত ছাত্র আরাফাত স্থানীয় মো. বাবুলের ছেলে ও ওই মাদ্রাসার ৩য় শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার মজু চৌধুরীর হাট সড়কের হামিদ মিয়াজী দাখিল মাদ্রাসার প্রবেশ পথে লক্ষ্মীপুর থেকে ছেড়ে যাওয়া একটি পিকআপভ্যান ইয়াসিন আরাফাতকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই সে মারা যায়।

এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ মাদ্রাসাশিক্ষার্থী ও এলাকাবাসী পিকআপভ্যানটি ভাঙচুর করে। পরে সড়কে গাছের গুঁড়ি ও বেঞ্চ ফেলে অবরোধ করে। এ সময় নিরাপদ সড়ক চাই, ছাত্র হত্যার বিচার চাই দাবিতে মুখরিত ছিলেন শিক্ষার্থীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে অবরোধ তুলে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার এসআই ইয়াকুব বলেন, ঘটনার পর চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।