রংপুরে স্কুলছাত্রকে চলন্ত গাড়ির নিচে ফেলে হত্যা

প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০১৯

রংপুরে পঞ্চম শ্রেনী পড়ুয়া আব্দুর রশিদ মিয়া নামের এক ছাত্রকে চলন্ত গাড়ির নিচে ফেলে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানায় একটি মামলা করেছে নিহতের পরিবার।

জানা গেছে, বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রংপুর মহানগরীর সাতগাড়া টেক্সটাইল মোড়ে পারিবারিক বিরোধের জের ধরে স্কুল ছাত্র আব্দুর রশিদকে আটক করে লাঠিপেটা ও কুপিয়ে আহত করে স্থানীয় সন্ত্রাসী মোজাফফর ও তার সহযোগীরা। একপর্যায়ে রংপুর-ঢাকা মহাসড়কে গুরুতর আহত অবস্থায় রশিদকে একটি চলন্ত গাড়ির নিচে ফেলে দেয় তারা। এতে ঘটনাস্থলেই মারা যায় আব্দুর রশিদ মিয়া। রাতেই এলাকাবাসীর সহযোগিতায় নিহতের লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতের পরিবারের দাবি, কয়েকদিন আগে রশিদের বড় ভাই মোহন মিয়ার কাছে ৫০০ টাকা জোরপূর্বক চেয়েছিল বখাটে মোজাফফর। টাকা না পেয়ে মোহনকে মারধর করে। এ ঘটনার বিচার চেয়ে মোজাফফরের বাবার কাছে অভিযোগ দেন মোহন। এতে ক্ষিপ্ত হয়ে মোহন মিয়ার ছোট ভাই শিশু আব্দুর রশিদকে একা পেয়ে পিটিয়ে হত্যা করে মোজাফফরসহ তার লোকজনেরা।

অন্যদিকে, নিহতের বড় ভাই মোহন মিয়া অভিযোগ করেন, ‘মোজাফফর এলাকার সন্ত্রাসী। সে যার তার কাছে প্রায়ই নেশা করার জন্য টাকা দাবি করত। না দিলে জোর করে টাকা কেড়ে নিত। কয়েকদিন আগেও ৫০০ টাকা চেয়েছিল, তা না দেয়ায় আমাকে মারধর করে। তার বাবার কাছে এ বিষয়ে অভিযোগ করায় আমার ছোট ভাইকে এভাবে হত্যা করা হয়েছে।’

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে, আসামীদের ধরতে অভিযান চলছে।