যশোর পুলিশে ৩৪ এসআই পদায়নে লটারি

প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২০
লটারির মাধ্যমে এসআইদের থানা, ফাঁড়িসহ বিভিন্ন ইউনিটে পদায়ন নিশ্চিত করেন এসপি। ছবি- সংগৃহীত

যশোরে লটারির মাধ্যমে পুলিশের ৩৪ জন এসআইয়ের বদলি ও পদায়ন করা হয়েছে।

 

মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন নিজ দফতরে লটারির মাধ্যমে ওই কর্মকর্তাদের থানা, ফাঁড়িসহ বিভিন্ন ইউনিটে পদায়ন নিশ্চিত করেন। এতে স্বচ্ছতা নিশ্চিত হয়েছে।

যশোর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, পদায়নের ক্ষেত্রে নানা রকমের অভিযোগ থাকে। পদায়নে স্বচ্ছতা নিশ্চিতে স্থায়ী নিয়োগ পাওয়া ৩৪ জন এসআইয়ের পদায়নে লটারির ব্যবস্থা করেছেন পুলিশ সুপার। এতে স্বচ্ছতা নিশ্চিত হয়েছে।

তিনি বলেন, এসআই পদে পদায়ন পাওয়া ৩৪ জনের মধ্যে ১৭ জন বহিরাগত ক্যাডেট ও ১৭ জন বিভাগীয় সদস্য। তারা এক বছর শিক্ষানবিশকাল সম্পন্ন করায় এসআই পদে স্থায়ীভাবে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এদের মধ্যে একজন নারী রয়েছেন।

তিনি আরও বলেন, পদায়নপ্রাপ্ত কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনগণের সেবা নিশ্চিতে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন এসপি। পদায়নে স্বচ্ছতা নিশ্চিত হওয়ায় কর্মকর্তারাও খুশি।