বেপরোয়া হয়ে উঠছে ভূমিদস্যুরা, শিবগঞ্জে চলছে জায়গা দখলের মহোৎসব!

প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, জুলাই ৫, ২০১৯

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়া শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের জানগ্রামে খাস জায়গা দখলের মহা উৎসব চলছে। জানা যায় শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের জানগ্রাম সরকারি খাস জায়গার উপর প্রভাবশালীদের ক্ষমতাবলে গড়ে তুলছে মিল, ক্লাবঘর, দোকানঘর সহ বিভিন্ন নির্মানাধীন বসতি।

 

এতে উক্ত গ্রামে ভূমিদস্যুরা সরকারি খাস জায়গা দখলের জন্য বিবাদে জড়িয়ে পড়ছে। প্রতিযোগিতামূলক এসব খাস জায়গা দখলকে কেন্দ্র করে যে কোন মূহুর্তে উক্ত গ্রামে মারাত্মক সংঘর্ষের ঘটনার সম্ভাবনা আছে বলে এলাকাবাসী দাবী করেন। এব্যাপারে পিরব ভুমি অফিস কর্তৃপক্ষের নিকট জানতে চাওয়া হলে তিনি বলেন, উক্ত ঘটনার আমরা সত্যতা পেয়েছি। যতদ্রুত সম্ভব আমরা আইনগতভাবে ব্যবস্থা নিবো।

উক্ত সরকারি খাস জায়গা দখল বন্ধের দাবিতে এলাকাবাসি উর্দ্ধোতন কর্তৃপক্ষের কাছে আশু হস্তক্ষেপ কামনা করেন।