বগুড়ায় সাংবাদিক মারধরের মামলায় ভুয়া চার্জশিট

প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৯
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন মোস্তাফিজুর রহমান মন্টু

বগুড়ার ধুনট থানার এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিক মারধরের মামলায় ভুয়া চার্জশিট দাখিলের অভিযোগ উঠেছে।

লিখিত বক্তব্যে মোস্তাফিজুর রহমান মন্টু বলেন, ২০১৮ সালের ১৮ আগস্ট ধুনট মডেল প্রেসক্লাবে পেশাগত দায়িত্বপালন করছিলেন দৈনিক সমকাল পত্রিকার ধুনট প্রতিনিধি গিয়াস উদ্দিন টিক্কা ও ধুনট মডেল প্রেসক্লাবের সভাপতি ইমরান হোসেন ইমন। এ সময় ওই প্রেসক্লাবে বসে থাকা দলিল লেখক ফজলুল হককে দুর্বৃত্তরা মারধর করতে থাকে। এতে বাধা দিলে দুর্বৃত্তরা সাংবাদিক গিয়াস উদ্দিন টিক্কাকেও মারধর করে আহত করে।

তিনি বলেন, এ ঘটনায় গিয়াস উদ্দিন টিক্কা ৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৮-১০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ধুনট থানার এসআই মাইনুদ্দিন অসৎ উদ্দেশ্যে ঘটনাস্থলে না থাকা সত্ত্বেও তাকে (মন্টু) ছাড়াও আরও ৪ জন নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছেন।