বগুড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি

মিরাজুল ইসলাম মিরাজুল ইসলাম

জেলা প্রতিনিধি, বগুড়া

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২০

বগুড়ার এরুলিয়া ইউনিয়নের অন্তর্ভুক্ত শিকারপুর সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে শনিবার দিবাগত রাতে চুরির ঘটনা ঘটেছে।

জানা যায়, প্রতিদিনের ন্যায় শনিবার বিকেলে বিদ্যালয় ছুটির পর সকল কক্ষে তালা দিয়ে বাড়ির উদ্দেশ্য চলে যান শিকারপুর সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা। বিদ্যালয়ের চারপাশে দেয়াল না থাকা বিদ্যালয় ভবনটি উন্মুক্ত থাকে। এই সুযোগে চোরেরা শনিবার গভীর রাতে বিদ্যালয়ের অফিস কক্ষের দরজা একাংশ কেটে আলমারির তালা ভেঙে সততা স্টোর এবং ম্যানেজিং কমিটি কর্তৃক জমাকৃত(টিনসেট কক্ষ) করার ৫ হাজার টাকা, একটি ডেল কোম্পানির ল্যাপটপ চুরি করে নিয়ে গেছে। বিদ্যালয়টির নিকটবর্তী শিকারপুর-কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়েও চুরির উদ্দেশ্য অফিস কক্ষের ছিটকানি ভাঙতে ব্যর্থ হয় ও নৈশ প্রহরী জেগে আছে টের পেয়ে পালিয়ে যায়। পরে ওই প্রাথমিক বিদ্যালয়ে চুরি হয়।

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোবাইদা খাতুন জানান, চুরির ঘটনাটি সত্য, বিষয়টা অত্যন্ত দুঃখজনক। বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।