বগুড়ায় নৈশ্য কোচ থেকে ২০ বোতল ফেন্সিডিলসহ আটক ২

আব্দুর রহমান আব্দুর রহমান

শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৯

বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ রাত্রীকালীণ হাই-ওয়ে ডিউটিকালীণ শ্যামলী পরিবহনের নৈশ কোচ থেকে ২০ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে আটক করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, শিবগঞ্জ থানা উপ-পুলিশ পরিদর্শক আহসানুল হক সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার রাত্রীকালীণ হাই-ওয়ে ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে প্রায় রাত ১টার সময় মোকামতলা-জয়পুরহাট সড়কের কেকা ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসিয়ে শ্যামলী পরিবহনের নৈশ কোচে তল্লাশী চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ নেশা জাতীয় দ্রব্য ২০ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে আটক করে। আটককৃত ২ জন যাত্রীবেশে বিশেষ কায়দায় তাদের প্যান্টের পকেটে ১০ বোতল করে, মোট ২০ বোতল ফেন্সিডিল বহন করছিল।

আটককৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার সদর উপজেলার শিবপুর বড়বাড়ী গ্রামের মৃত নেছার উদ্দিনের ছেলে রুবেল শেখ (৩৫) ও কুমিল্লা জেলার ব্রাম্মনপাড়া উপজেলার জিরুইন গ্রামের শাহ্ আলমের ছেলে সাগর হোসেন (২৩)। এব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য চোরাচালান আইনে মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে শনিবার সকালে বগুড়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে।