বগুড়ায় মাসব্যাপী কুটির শিল্প মেলার উদ্বোধন

মিরাজুল ইসলাম মিরাজুল ইসলাম

জেলা প্রতিনিধি, বগুড়া

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৯

বগুড়ায় বুধবার থেকে শুরু হয়েছে মাসব্যাপী তাঁত, বস্ত্র, হস্ত ও কুটির শিল্প মেলা। বগুড়া ফটো জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন আয়োজনে মোহাম্মদ আলী হাসপাতাল মাঠে মেলার উদ্বোধন করেন বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা (বিপিএম বার)।

মেলায় থাকছে, সিলেটের বিখ্যাত মনিপুরি তাঁত শিল্প ও জামদানী বেনারশী কল্যাণ ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় মাস ব্যাপী মেলায় থাকছে সিরাজগঞ্জের শাহজাদপুর, বেলকুচির তাঁত শিল্প, জামদানী, বেনারশী শাড়ির সমাহার। মেলার শতাধিক স্টলে আকর্ষণ থাকছে ঢাকার ঐতিহ্যবাহী আঁখি ফ্যাশান, আসলাম সুজ কোম্পানীর পণ্য, আকিক ফ্যাশন, বেস্ট ওয়ান টেক্সটাইল, নবরূপা, নিউ নবরূপা থ্রি-পিস, ঢাকা দই ফুচকা এন্ড কাবাব হাউজ, ড্রাই ফুড, দেশি- বিদেশী কসমেটিকস্, ক্রোকারিজ সামগ্রী দেশের বিভিন্ন অঞ্চলের তাঁত ও কুটির শিল্পের সমাহার। এ ছাড়াও মেলায় আগত শিশুদের বিনোদনের জন্য ব্যবস্থা করা হয়েছে নাগর দোলা, নৌকা, ট্রেন, ওয়াটার বল, হানি সুইম ছাড়া বিভিন্ন ধরণের বিনোদনের ব্যবস্থার আয়োজন করা হয়েছে।