বগুড়ায় বসতবাড়িতে আগুন, ঘটনা পরিকল্পিত দাবী ভূক্তভূগীর

প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, জুন ২২, ২০১৯

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে আঃ বাহাপুর গ্রামের রমজান আলীর পুত্র রুস্তমের বাড়ি আগুনে পুড়ে ছাই। জানাগেছে, কেবাকাহারা রাতের অন্ধকারে শত্রুতা মুলক পরিকল্পিত ভাবে বাড়ির গেট বন্ধ করে দিয়ে বাহিরে ঘরের সাথে বারান্দায় রাখা খরের আটিতে আগুন লাগিয়ে দিলে ঘরের চালে আগুন ছরিয়ে পরে।

তখন বাড়ির গৃহিণী হাসনা বিবি আনুমানি রাত ১টায় প্রকৃতির ডাকে ঘুম থেকে জাগা পায় তখন ঘরের চালের বাটাম পোড়ার বিকট শব্দ তার কানে আসে, পরে খেয়াল করে দেখে ঘরের চালে আগুন দাউ দাউ করে জলছে।

 

আগুন দেখে গৃহিণী চিতকার শুরু করলে প্রতিবেশী আসাদ আলী,রশিদুল,আবু তাহের,আহম্মদ, আনোয়ার, শাপলা, শাজাহান, হাফিজ,রুপিয়া কাবাসি,শফিকুল এসে পুকুর থেকে পানি নিয়ে এসে ঘরের চালে দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এঘটনায় রুস্তম আলীকে প্রশ্ন করলে তিনি বলেন, এটা একটি পরিকল্পিত ঘটনা। আমি ও আমার পরিবারকে পুরিয়ে মারার পরিকল্পনা, আমি পরিকল্পনাকারীদের প্রশাসনের নিকট দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

 

ঘটনাস্থল স্থানিয় চেয়ারম্যান সাবু ও সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পরিদর্শন করে তারা বলেন, ঘটনাটি দুখঃ জনক এর একটি বিহিত দরকার।