বগুড়ায় বন্ধুর বিয়েতে গিয়ে প্রাণ গেল পুলিশ সদস্যের

প্রকাশিত: ১২:৫৯ পূর্বাহ্ণ, মার্চ ২৯, ২০১৯

বগুড়ার ধুনটে বন্ধুর বিয়ের দাওয়াত খেতে এসে সড়ক দুর্ঘটনায় আহসান হাবিব (২৬) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

রাত ৩টায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক হাবিবকে মৃত ঘোষণা করেন।

সিরাজগঞ্জের কাজীপুর থানার ওসি লুৎফর রহমান ও নিহতের মামাশ্বশুর আবদুর রহিম জানান, আহসান হাবিব কাজীপুর উপজেলার সানবান্ধা গ্রামের আবদুল খালেকের ছেলে। তিনি ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসে গাড়ির চালক ছিলেন। তার সাত মাস বয়সী এক শিশুসন্তান রয়েছে।

ওসি জানান, হাবিব তার বন্ধু ধুনটের বানিয়াজান গ্রামের ইসমাইলের বিয়ের দাওয়াতে ১২ দিনের ছুটিতে আসেন। বুধবার রাতে ধুনটের জংশিং গ্রামে বিয়ের পর বরযাত্রীরা বর-কনেকে গাড়িতে নিয়ে বানিয়াজান গ্রামে ফিরছিলেন। পুলিশ কনস্টেবল হাবিব একটি বাইকে দুজনকে সঙ্গে নিয়ে বিয়ের গাড়ির পেছনে ছিলেন।

তিনি জানান, রাত দেড়টার দিকে ধুনটের গোসাইবাড়ির ফকিরপাড়া এলাকায় পৌঁছলে হাবিব নিয়ন্ত্রণ হারান। এ সময় বাইক রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগলে হাবিব ও অপর দুই আরোহী আহত হন। তিনজনকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিলে চিকিৎসক হাবিবকে মৃত ঘোষণা করেন।

বগুড়ার মেডিকেল ফাঁড়ির ইনচার্জ এসআই আবদুল আজিজ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।