বগুড়ায় ফেতরার টাকা চাওয়ায় বৃদ্ধ প্রতিবন্ধী কে মারধর

প্রকাশিত: ৬:৩৬ পূর্বাহ্ণ, জুন ৯, ২০১৯

আব্দুর রহমান: শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের নিশ্চিন্তপুর (মিয়াপাড়া) গ্রামে এক বৃদ্ধ প্রতিবন্ধী ফেতরার টাকা চাওয়ায় মারধরের খবর পাওয়া গেছে। জানা যায়,৬জুন (বৃহস্পতিবার) বিহার ইউনিয়নের নিশ্চিন্তপুর (মিয়াপাড়া) গ্রামের মৃত পোকোর ছেলে আলহাজ্ব আব্দুস সাত্তার(৫৫) এর নিকট থেকে মিতু রহিদ ফকিরের পুত্র বৃদ্ধ প্রতিবন্ধী আব্দুস সামাদ(৬৫) ঈদুল ফিতরের ফেতরার টাকা চাইলে তার উপর রাগান্বিত হয়ে চড় থাপ্পড় মেরে রাস্তায় ফেলে দেয়।

 

উল্লেখ্য বৃদ্ধ প্রতিবন্ধী আব্দুস সামাদ দীর্ঘ ১৮ বছর ধরে প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে ডান হাত ও ডান পা অকেজো হয়ে পড়ে। ভুক্তভোগী আব্দুস সামাদ স্ত্রীকে নিয়ে দীর্ঘদিন অভাব-অনটনের মধ্যে দিনানিপাত করতো। তারই ধারাবাহিকতায় আব্দুস সামাদ এবারের ঈদে বিভিন্ন বাড়ি থেকে ফেতরার টাকা তুলে আসছিল। ঘটনার দিনে আলহাজ্ব আব্দুস সাত্তার নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা হলে তখন তার নিকট ফাতরার টাকা চাওয়া মাত্র এ ঘটনা ঘটিয়েছে বলে জানা যায়।

উক্ত ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে, দেখা দিয়েছে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া।