বগুড়ায় পল্লী বিদ্যুতের খুঁটিতে উঠে দুই মিস্ত্রির মৃত্যু

প্রকাশিত: ১২:৪৪ পূর্বাহ্ণ, জুন ২৭, ২০১৯

বগুড়ার দুপচাঁচিয়ায় বিদ্যুতের মিটার স্থানান্তর করতে গিয়ে পল্লী বিদ্যুতের খুঁটির তারে জড়িয়ে দুই ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

 

বুধবার সন্ধ্যায় উপজেলার বড় কোলগ্রাম পেতাগাড়ি বাজারে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন দুপচাঁচিয়া উপজেলার মোস্তফাপুর দক্ষিণপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে আমিনুর রহমান (৩৮) ও একই গ্রামের আবদুল মান্নানের ছেলে ইয়াছিন আলী (২৮)।

স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যা ৬টার দিকে বৃষ্টির মধ্যে আমিনুর রহমান ও ইয়াসিন আলী বড় কোলগ্রাম পেতাগাড়ি বাজারে আবদুল কাদেরের ছেলে এনামুলের বিদ্যুতের মিটার স্থানান্তর করতে যান। তারা পল্লী বিদ্যুতের খুঁটিতে উঠে কাজ করার সময় বিদ্যুতায়িত হন। তাদের উদ্ধার করে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

আবাসিক মেডিকেল অফিসার ডা. দেলোয়ার হোসেন জানান, এরা আগেই মারা গেছেন। স্বজনরা পুলিশকে না জানিয়ে লাশ বাড়িতে নিয়ে যান। পরে দুপচাঁচিয়া থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

দুপচাঁচিয়া থানার ওসি মিজানুর রহমান বিদ্যুতের তারে জড়িয়ে দুই ইলেকট্রিশিয়ানের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

দুপচাঁচিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মনোয়ারুল ইসলাম ফিরোজী জানান, স্থানীয় ওই দুই ইলেকট্রিশিয়ান তার সমিতির কেউ নন। বৃষ্টির কারণে খুঁটি বিদ্যুতায়িত হয়েছিল। বিদ্যুতের কাজ করার জন্য খুঁটিতে উঠলে বিদ্যুতায়িত হয়ে তাদের মৃত্যু হয়।