বগুড়ায় নাশকতার মামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের ৩৮ নেতা-কর্মী কারাগারে

আব্দুর রহমান আব্দুর রহমান

শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২০

বগুড়ার শিবগঞ্জে নাশকতার মামলায় বিএনপিও অঙ্গসংগঠনের ৩৮ নেতাকর্মী বিজ্ঞ আদালতে জামিন নিতে গেলে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

রবিবার (৬সেপ্টেম্বর) বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও সাবেক ছাত্রনেতা এম আর ইসলাম স্বাধীন, বগুড়ার শিবগঞ্জ উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও সাবেক জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক বিউটি বেগম, বিএনপি নেতা জুয়েল, আনিছুর, খোরশেদ, সাগর, ফটু, শাওন, ধলু, ছাত্রদল নেতা শাহনেওয়াজ বিপুল, সোহেল, মান্নাসহ ৩৮জন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীকে নাশকতা মামলায় জামিন নামঞ্জুর করে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। উল্লেখ্য ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রীক শিবগঞ্জ উপজেলার কাগইলের রাস্তায় কটকেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের কারণে উক্ত মামলা দায়ের করা হয়েছিলো।