বগুড়ায় ঝড়ে ট্রাক খাদে, হেলপার নিহত

প্রকাশিত: ৬:৪৮ পূর্বাহ্ণ, মে ১৮, ২০১৯

বগুড়ায় শুক্রবার সন্ধ্যায় ঝড়ের সময় শহরতলির নিশ্চিন্তপুর এলাকায় দ্বিতীয় বাইপাস মহাসড়কে একটি ধানবোঝাই ট্রাক উল্টে সাইদুল ইসলাম (২৬) নামে হেলপার মারা গেছেন। পুলিশ ট্রাক উদ্ধার করে পুলিশ লাইনসে রেখেছে।

নিহত সাইদুল ইসলামের বাড়ি বগুড়ার শেরপুর বাসস্ট্যান্ড পাড়া এলাকায়।

বগুড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বজলুর রশিদ ও নারুলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক জামিলুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ঝড়ের সময় নিশ্চিন্তপুর এলাকায় দ্বিতীয় বাইপাস মহাসড়কের ওপর একটি গাছ ভেঙে পড়ে। এ সময় মহাস্থান ছেড়ে আসা শেরপুরগামী ধানবোঝাই একটি ট্রাকের চালক না দেখে গাছের ওপর তুলে দেন। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি মহাসড়কের ডান পাশে উল্টে যায়। ট্রাকের নিচে চাপা পড়ে হেলপারর সাইদুল ইসলাম মারা যান।

চালক পালিয়ে গেছে। পরে দুর্ঘটনা কবলিত ট্রাকটি রেকারের মাধ্যমে উদ্ধার করে পুলিশ লাইনসে রাখা হয়েছে বলে তারা জানান।

বগুড়া আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার শাহ আলম মণ্ডল জানান, শুক্রবার বিকাল ৫টা ১৮ মিনিট থেকে ৪ মিনিট ধরে ঝড় বয়ে যায়। উত্তর-পূর্ব দিক থেকে আসা ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৬৫ কিলোমিটার। ঝড়ের সময় ও পরে ৬.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঝড়ে জেলার বিভিন্ন স্থানে অনেক গাছপালা ভেঙে পড়েছে। মাঠে থাকা পাকা বোরো ধান গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে।