পাহাড়পুরে বিশ্ববিদ্যালয় পুনঃ প্রতিষ্ঠার দাবীতে মানববন্ধন

চম্পক কুমার চম্পক কুমার

জেলা প্রতিনিধি, নওগাঁ

প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২০

নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুরের সোমপুর বৌদ্ধ বিহার এলাকায় প্রাচীন বিশ্ববিদ্যালয়ের স্মৃতি এবং ইতিহাস ঐতিহ্যকে ধরে রাখতে বিহার এলাকায় বিশ্ববিদ্যালয় পুনঃপ্রতিষ্ঠার দাবিতে মনববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টার দিকে পাহাড়পুর আদিবাসী উচ্চ বিদ্যালয়ের সামনে প্রধান সড়কে ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদ ও ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন ছাত্র পরিষদের আয়োজনে আহবানে অনুষ্ঠিত কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আহবায়ক ইমামুল হাসান তিতু।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মিজানুর রহমান, নওগাঁ সাহিত্য পরিষদের আহবায়ক আশরাফুল নয়ন, পাহাড়পুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান কিশোর, পাহাড়পুর বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন ছাত্র পরিষদের আহবায়ক শামসুজ্জামান হিরা প্রমুখ। এছাড়া উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ মানববন্ধনে অংশগ্রহন করেন।

বক্তারা ঐতিহাসিক পাহাড়পুরে ৭৮১-৮২১ অব্দে এশিয়া মহাদেশের প্রসিদ্ধ যে বিশ্ববিদ্যালয় ছিল সেই বিশ্ববিদ্যালয় পুনঃ প্রতিষ্ঠার দাবী জানান।