নৌকাকে হারিয়ে সুলতান মনসুরের জয়

প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসনে জয়লাভ করেছেন ঐক্যফ্রন্ট প্রার্থী সুলতান মুহাম্মদ মনসুর আহমদ। ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসনে মহাজোটের প্রার্থী এম এম শাহীনকে হারিয়ে জয়লাভ করেছেন ঐক্যফ্রন্ট প্রার্থী সুলতান মুহাম্মদ মনসুর আহমদ।

তবে এ আসনটি ছাড়া বাকি তিন আসনে জয়লাভ করেছেন মহাজোট মনোনীত নৌকার প্রার্থী।

বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে জানা গেছে, জেলার মৌলভীবাজার-১ আসনে মহাজোট মনোনীত নৌকার প্রার্থী বর্তমান এমপি শাহাব উদ্দিন ১ লাখ ৪৩ হাজার ৬৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রার্থী নাসির উদ্দিন আহমদ মিঠু পেয়েছেন ৬৫ হাজার ৮১৪ ভোট।

মৌলভীবাজার-৩ আসনে মহাজোট মনোনীত নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ ১ লাখ ৮৪ হাজার ৫৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রার্থী নাসের রহমান পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৫৯৫ ভোট।

মৌলভীবাজার-৪ আসনে মহাজোট মনোনীত নৌকার প্রার্থী বর্তমান এমপি আব্দুস শহিদ ২ লাখ ১১ হাজার ৬১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রার্থী হাজি মুজিবুর রহমান চৌধুরী পেয়েছেন ৯৩ হাজার ২৯৪ ভোট।