নিজস্ব অর্থায়নে উপজেলাব্যাপী কর্মহীনদের খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন এমপি জিন্নাহ্

আব্দুর রহমান আব্দুর রহমান

শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২০

করোনা ভাইরাস সংক্রমণ রোধে বগুড়া-২ শিবগঞ্জ ৩৭ আসনের জাতীয়পার্টির সংসদ সদস্য বীরমুক্তি যোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ (এমপি’র) ব্যক্তিগত তহবিল থেকে তার সংসদীয় এলাকা শিবগঞ্জ উপজেলার সব ইউনিয়নে দরিদ্র ও কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছেন।

ইতোমধ্যে উপজেলার ৪টি ইউনিয়নের কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সহায়তা করা করা সম্পন্ন হয়েছে। পর্যাক্রমে সব ইউনিয়নেই কর্মহীনদের মাঝে এ সহায়তা প্রদান করা হবে বলে জানানো হয়।

মঙ্গলবার (৭এপ্রিল) সকাল ১১টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান মাহীসওয়ার ডিগ্রি কলেজ মাঠে করোনা ভাইরাস সংক্রান্ত জনসচেতনার পাশাপাশি ৩ ফিট দূরত্ব বজায় রেখে গড়-মহাস্থান সহ রায়নগর ইউনিয়নের প্রায় ৫ শতাধিক কর্মহীন ও অসহায়, দুঃস্থ পরিবারের মাঝে চাল, ডাল, ভোজ্যতেল, আটা, সাবান মাস্ক বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান বাদশা, সাধারণ সম্পাদক এরফান আলী, রায়নগর ইউনিয়ন চেয়ারম্যান শফিকুল ইসলাম (শফি), উপজেলা যুবসংহতির আহ্বায়ক হুসাইন শরিফ সঞ্চয়, মহাস্থান মাহীসওয়ার ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল খায়ের, মর্নিং সান কেজি স্কুলের প্রধান শিক্ষক হাফিজুর রহমান, সমাজ সেবক মোজাফ্ফার রহমান প্রমুখ।

একই ভাবে বেলা ১টায় উপজেলার মাঝিহট্র ইউনিয়নের চালুঞ্জা কালিতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গরীব, দুস্থ, অসহায় ৩’শ মানুষের মাঝে এমপি জিন্নাহ’র প্রতিনিধিদের মাধ্যমে ট্রাকযোগে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির আহবায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব হারুন-অর-রশিদ বকুল, আনোয়ার হোসেন বাবু, আজিজুল হক রাজু, আবুল কাশেম, মুনসুর রহমান, মঞ্জুরুল রশিদুল। এরপর বিকেল ৩টায় পিরব ইউনিয়নের ইউনাইটেড ডিগ্রী কলেজ মাঠে একই ভাবে প্রতিনিধিদের মাধ্যমে বন্টন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, যুবসংহতির সভাপতি সানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক পরাগ, ৫ ওয়ার্ড সভাপতি শাহিনুর ইসলাম শাহিন, ছাত্র সমাজের জোবায়ের আহমেদ, মিন্টু। বিকেল সাড়ে ৪টায় আটমূল ইউনিয়নের বড় বেলঘড়িয়া জে,আই, দাখিল মাদ্রাসা মাঠে জাতীয় পার্টির নেতা নজরুল ইসলাম বাসু এর প্রতিনিধিত্বে একই ভাবে কর্মহীন মানুষদের মাঝে বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী সুষ্ঠু ভাবে পরিচালনা করেন, শিবগঞ্জ সদর ইউনিয়নের জাতীয় পার্টির সদস্য সচিব শাহিনুর ইসলাম শাহিন।