ধানের শীষের গণজোয়ার দেখে আওয়ামীলীগ দিশেহারা : মির্জা ফখরুল

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৮

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেন, ‘সারা দেশে ধানের শীষের গণজোয়ার দেখে আজ ক্ষমতাসীন আওয়ামীলীগ দিশেহারা। ৩০ তারিখের নির্বাচনকে বানচাল করতে তারা পাঁয়তারা করছে। আপনারা বিচলিত হবেন না, ধৈর্য্যরে সাথে প্রতিকূল অবস্থা মোকাবেলা করুন জয় আমাদের সু-নিশ্চিত ইনশাল্লাহ।
বুধবার দুপুরে জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা কুমিল্লা-১০ আসনের কারান্তরীণ ধানের শীষের প্রার্থী মনিরুল হক চৌধুরীর পক্ষে ভোট চাইতে কুমিল্লা যাওয়ার পথে দাউদকান্দি বিশ্বরোডে পথসভায় একথা বলেন।
তিনি কর্মী সমর্থকদের উদ্দ্যেশে বলেন, কুমিল্লা-১ ও ২ আসনে ঐক্যফ্রন্ট প্রার্থী ড. খন্দকার মোশাররফকে ধানের শীষে ভোট দিয়ে আপনার বিজয়ী করুন। পথসভায় স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, খন্দকার মাহবুব হোসেন, পৌর কাউন্সিলর মোস্তাক সরকার, সালাউদ্দিন সালাহ ও বিল্লাল হোসেন খন্দকার সুমন প্রমুখ।