তুহিন হত্যাকাণ্ডের তদন্তে কোনো ত্রুটি হবে না : ডিআইজি

প্রকাশিত: ৩:০৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৯

সিলেট বিভাগের পুলিশের উপ-মহাপরিদর্শক ডিআইজি মো. কামরুল আহসান বলেছেন, শিশু তুহিন হত্যাকাণ্ডে মামলা হয়েছে। মামলাটা যেন খুব ভালোভাবে তদন্ত হয়, কোনো ত্রুটি যেন না থাকে, সেই বিষয়টি মাথায় রেখে তদন্ত করা হচ্ছে।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে দিরাই উপজেলার কেজাউড়া গ্রামে নৃশংসভাবে খুন হওয়া শিশু তুহিন হত্যাকাণ্ডের স্থান পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

 

ডিআইজি বলেন, ‘ইতোমধ্যে আপনাদের পুলিশ সুপার বলেছেন, কীভাবে হত্যাকাণ্ড ঘটেছে। সুতরাং নতুন করে কিছু বলার নেই। আমরা এসেছি এখানে মামলাটা যেন সুষ্ঠভাবে তদন্ত হয়। এখানে যেন ভবিষ্যতে এই রকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। মানুষজনের মধ্যে যেন সৌহার্দ্য-সম্প্রীতি বন্ধন আরও জোরালো হয় সেজন্য আমাদের এখানে আসা।’

তিনি আরও বলেন, ‘এখনই বলা যাবে না কবে তদন্ত শেষ হবে। যেহেতু ২-৩ দিন হয়েছে তদন্তের, তাই যখন তদন্ত শেষ হবে তখন আপনাদের বলা হবে।’

এ সময় সিলেট রেঞ্চের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, মো. হায়াতুনবী, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল প্রমুখ উপস্থিত ছিলেন।