তথ্য-প্রমাণের ভিত্তিতেই তুরিন আফরোজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০১৯

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, তুরিন আফরোজের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। তথ্য-প্রমাণের ভিত্তিতেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আজ (১১ নভেম্বর) দুপুরে দ্য ডেইলি স্টারকে আইনমন্ত্রী বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজের বিরুদ্ধে গোপনে এক যুদ্ধাপরাধ মামলার আসামির সঙ্গে দেখা করার যে অভিযোগ উঠেছিলো তা সত্য।”

“সেই আসামির বিষয়ে আলোচনার সময় তিনি আপত্তিকর ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছিলেন,” যোগ করেন আনিসুল হক।

তিনি আরও বলেন, তুরিনের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিলো তা খতিয়ে দেখতে একটি ‘ইন-হাউজ’ তদন্ত কমিটি গঠন করা হয়েছিলো।

এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, কমিটি তুরিনের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করার প্রয়োজন বোধ করেনি।

এর আগে, আজ আইন মন্ত্রণালয় তুরিন আফরোজকে “নিয়মভঙ্গ ও পেশাগত আচরণ বহির্ভূত আচরণের জন্যে” আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রসিকিউটরের পদ থেকে অপসারণ করে।

অপসারণের পর তুরিন আফরোজ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি।