ডেঙ্গুতে ময়মনসিংহ ও ফরিদপুরে ২ জনের মৃত্যু

প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০১৯

ডেঙ্গু জ্বরে ময়মনসিংহ ও ফরিদপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন গ্রামপুলিশ সদস্যসহ দুইজনের মৃত্যু হয়েছে।

আমাদের স্থানীয় সংবাদদাতা জানান, নিহতরা হলেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ফাতেমা আক্তার (৫০) এবং মাদারীপুরের রাজৈর উপজেলার সিদ্দিক মাতাব্বর (৫৫)।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. এ বি মো. শামসুজ্জামান জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত ফাতেমা কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে গত ৩ সেপ্টেম্বর এখানে এসে ভর্তি হয়েছিলেন।

তিনি আরও জানান, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ৭ সেপ্টেম্বর থেকে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। সেখানে থাকাবস্থাতেই আজ সকালে তিনি মারা যান।

অপরদিকে সিদ্দিক মাতাব্বরের ছেলে সান্টু মাতাব্বর জানান, শ্রীকৃষ্ণাদি গ্রামপুলিশ সদস্য সিদ্দিক মাতাব্বর গত ২ সেপ্টেম্বর থেকে জ্বরে ভুগছিলেন।

এরপর গত ৬ সেপ্টেম্বর রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তার ডেঙ্গু ধরা পড়ে।

সংকটাপন্ন অবস্থায় আজ সকাল সাড়ে নয়টার দিকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর পৌনে একটার দিকে তিনি মারা যান বলে জানিয়েছেন হাসপাতালের সুপার কামদা প্রসাদ সাহা।