ডেঙ্গুজ্বরে ফরিদপুরে আরো ১ জনের মৃত্যু

প্রকাশিত: ১:৩২ পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০১৯

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুরে আরো একজনের মৃত্যু হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে (এফএমসিএইচ) চিকিৎসাধীন অবস্থায় আজ (১৭ আগস্ট) সন্ধ্যায় ইউনুস শেখ (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়।

এফএমসিএইচ-এর সুপারিন্টেনডেন্ট কামোদা প্রসাদ সাহা টাইমস বিডিকে বলেন, রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর গ্রামের অধিবাসী ইউনুস শেখ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে মারা যান।

তিনি আরো বলেন, কয়েকদিন আগে ইউনুস শেখকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার ডেঙ্গু ধরা পড়ে। তারপর গত ১২ আগস্ট রাজবাড়ী থেকে তাকে এফএমসিএইচ-এ পাঠানো হয়।

এখন পর্যন্ত ফরিদপুরে ডেঙ্গুজ্বরে পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানান ফরিদপুর সিভিল সার্জেন্ট এনামুল হক।

এর আগে জেলায় ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে তিনি টাইমস বিডিকে জানিয়েছিলেন, “ডেঙ্গুজ্বরে গত ২০ জুলাই থেকে ১৭ আগস্ট পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে অন্তত ১১০০ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৫৭০ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।”

উল্লেখ্য, ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আজ সকালে সুমন বাশার রাজু নামের এক কলেজছাত্র মারা গেছেন।