জেলে থেকে পড়াশোনা চালিয়ে যেতে চায় মিন্নি

প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০১৯

বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় কারাবন্দী আয়েশা সিদ্দিকা মিন্নি পড়াশোনা করতে চান বলে জানিয়েছেন। আজ বুধবার বরগুনা জেলা কারাগারে মিন্নির সাথে দেখা করে গণমাধ্যমকে এ তথ্য জানান তার আইনজীবী মাহবুবুল বারী আসলাম। তিনি বলেন, মিন্নি জেলহাজতে থাকা অবস্থায় পড়াশোনা চালিয়ে যেতে চান। এ জন্য মিন্নির পরিবার আদালতে আবেদনের প্রস্তুতি নিচ্ছেন।

কারাবন্দী আয়েশা সিদ্দিকা মিন্নির সঙ্গে আজ দেখা করেছেন তার আইনজীবীরা। এ সময় আইনজীবী মাহবুবুল বারী আসলামের সঙ্গে জেল সুপার মো. আনোয়ার হোসেন ও অ্যাড. সাইদুর রহমান সোহাগ ছিলেন। প্রায় ১৫ মিনিট মিন্নির সাথে কথা বলে কারাগারের বাহিরে এসে উপস্থিত সাংবাদিকদের অ্যাড. মাহবুবুল বারী আসলাম বলেন, মিন্নি শারীরিক ও মানসিক ভাবে খুবই অসুস্থ। তার শরীরে ব্যাথা করছে বলে সে জানিয়েছে। মিন্নি জেল সুপারের মাধ্যমে তার কাছ থেকে ১৬৪ ধারায় জবানবন্দী প্রত্যাহার করতে আগ্রহী বলে তার আইনজীবীকে জানিয়েছেন।