জেলা প্রশাসকের বাবা-মা’সহ ঠাকুরগাঁওয়ে নতুন করে আরও ১৩জন করোনায় আক্রান্ত

মাহমুদ আহসান হাবিব মাহমুদ আহসান হাবিব

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও

প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২০

ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসকের বাবা-মা’সহ নতুন করে ১৩জন করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় রয়েছে ৫ জন, পীরগঞ্জ উপজেলায় ৩ জন, হরিপুর উপজেলায় ৩ জন এবং রাণীশংকৈল উপজেলায় ২জন।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৫০৪ জনে। আক্রান্তদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ২৭৪ জন এবং মৃত্যুবরণ করেছেন ৮ জন।

শনিবার (৮ আগষ্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার।
তিনি জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হতে প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় আজ নতুন করে ১৩ জন (সদর উপজেলা-৫ জন, পীরগঞ্জ-৩ জন, রাণীশংকৈল-২ জন এবং হরিপুর-৩ জন) করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। পূর্বের রিপোর্টসহ এ নিয়ে জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাড়ালো ৫০৪ জন, যাদের মধ্যে ২৭৪ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন ৮ জন।

এছাড়াও গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন স্থান থেকে সন্দেহভাজন ৪৩ ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দিনাজপুরে প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।