জামিনে মুক্ত হয়েই প্রতিপক্ষের উপর হামলা, দোকান ও ঘর-বাড়ি ভাঙ্গচুর!

আব্দুর রহমান আব্দুর রহমান

শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৯

বগুড়ার শিবগঞ্জে মামলায় জামিনে মুক্ত হয়ে এসে মামলা তুলে না নেওয়ায় ক্ষিপ্ত হয়ে পেট্রোল, মুদির দোকান ও বসত বাড়িতে হামলা চালিয়ে ২ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি করার অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টার সময় মোকামতলা-জয়পুরহাট সড়কের শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের বাবলাতলা নামক স্থানে মৃত: আব্দুল আজিজ মোল্লার ছেলে বিশিষ্ট ব্যবসায়ী ইউসুফ আলীর তেল, পেট্রোল, মুদির দোকান ও বসত বাড়িতে অতর্কিত ভাবে হামলা চালায়। এসময় হামলাকারীরা ভাংচুরের ঘটনার ঘটনায়। এ ব্যাপারে ব্যবসায়ী ইউসুফ আলী বলেন, প্রতিপক্ষ চকরাম চন্দ্রপুর গ্রামের আব্দুল ওয়াহেদ এর ছেলে রাকিব হাসান সহ ১০/১৫ জনের একটি সংঘবদ্ধ দল হাতে লাঠি-শোটা নিয়ে আমার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ২ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি করে। তিনি বলেন, পূর্বের একটি মামলায় জামিনে মুক্ত হয়ে এসে আমাকে মামলা তুলে নিতে বলে। আমি অপারগতা প্রকাশ করলে তারা ক্ষিপ্ত হয়ে এ ধরনের ঘটনা ঘটায়।