ছাত্রলীগ নেতাকে চাঁদা না দেওয়ায় কলেজ ছাত্রকে ছুরিকাঘাত

প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, জুলাই ২৮, ২০২০

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জে চাঁদা না দেওয়ার জের ধরে কলেজ ছাত্রকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।

গত মঙ্গলবার (২১ জুলাই) চাঁদা দিতে অসম্মতি প্রকাশ করায় বিকাল সাড়ে ৪ টায় বাদীর কলেজ পড়ুয়া ছাত্র শাকিব হোসেনকে বুড়িগঞ্জ বন্দরে প্রকাশ্য দিবালোকে পূর্ব শত্রুতার জের ধরে রিফাত, সাকিবুল আজাদ ওরফে নিরবসহ ৪/৫ জন দলবদ্ধ হয়ে শরীরের বেশ কয়েকটি স্থানে ছুরিকাঘাত করে প্রাণনাশের হুমকি দিয়ে কৌশলে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর অবস্থায় আহত শাকিবকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেছে ছুরিকাহত কলেজছাত্র সাকিব হোসেনের বাবা। অভিযোগ ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, বুড়িগঞ্জ ইউপির মাচইল পাড়া গ্রামের মোজাফফর হোসেন খাঁন বাদী হয়ে শিবগঞ্জ থানার বুড়িগঞ্জ ইউনিয়নের উত্তর বিলহামলা গ্রামের আজাদের পুত্র রিফাত হোসেন, নুরুল ইসলাম এর পুত্র সাকিবুল আজাদ ওরফে নিরবসহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করে মামলা করেন।

উক্ত মামলার ২ নম্বর আসামি সাকিবুল আজাদ ওরফে নিরব বুড়িগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক।

এ ব্যপারে শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি রিজ্জাকুল ইসলাম রাজু বলেন, আমি কিছু বলতে পারবো না, তবে বগুড়া জেলা ছাত্রলীগ যে সিদ্ধান্ত নিবে সেটাই কার্যকর হবে।

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস. এম. বদিউজ্জামান জানান, অপরাধীদের গ্রেফতারের ব্যাপারে চেষ্টা অব্যাহত আছে । এ সংবাদ লেখা পর্যন্ত কোন আসামি আটক হয়নি।

 

মিরাজুল/এআর/টি-বিডি