ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে হাতিয়ার ২৬ গ্রাম প্লাবিত

প্রকাশিত: ২:২৬ পূর্বাহ্ণ, মে ২১, ২০২০

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে জোয়ারের পানিতে ২৬টি গ্রাম প্লাবিত হয়েছে। বুধবার (২০ মে) রাতে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেলে ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে নদীর পানি বৃদ্ধি পেয়ে উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের ১২টি গ্রাম , নলেরচর ইউনিয়নের পাঁচটি গ্রাম, সুখচর ইউনিয়নের তিনটি গ্রাম, চরঈশ্বর ইউনিয়নের তিনটি গ্রাম, ক্যারিংচর ইউনিয়নের তিনটি গ্রাম জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সুখচর ইউনিয়নের দুই কিলোমিটার বেড়িবাঁধ, নলচিরা ইউনিয়নের তিন কিলোমিটার বেড়িবাঁধ, চরঈশ্বর ইউনিয়নের তিন কিলোমিটার, নলেরচর ইউনিয়নের তিন কিলোমিটার ও ক্যারিংচর ইউনিয়নের দুই কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে থাকার কারণে জোয়ারের পানিতে গ্রামগুলো প্লাবিত হচ্ছে।

চরঈশ্বর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রাশেদ উদ্দিন জানান, বেড়িবাঁধের ভেতর ও বাইরের শতাধিক ঘরবাড়ি জোয়ারের পানিতে তলিয়ে গেছে। তবে লোকজনকে আগেই সরিয়ে নেয়ায় হতাহতের ঘটনা ঘটেনি।