কুশিয়ারায় ধরা পড়ল আড়াই মণ ওজনের বাঘাইড়, দাম ৪ লাখ

প্রকাশিত: ৩:৫৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০১৯

সিলেটে কুশিয়ারা নদীতে জেলেদের জালে প্রায় আড়াই মণ ওজনের বাঘাইড় ধরা পড়েছে। বুধবার দুপুরে সিলেটের জকিগঞ্জ উপজেলার সুরমা-কুশিয়ারার উৎপত্তিস্থল বরাক নদীর মোহনা থেকে মাছটি ধরেন জেলেরা। পরে সন্ধ্যায় সিলেট নগরের লালবাজারে বিক্রির জন্য আনা হয়।

এদিকে বিক্রির জন্য মাছটি বাজারে তোলা হলে তা দেখতে ভিড় করেন উৎসুক জনতা। অনেকেই মাছের ছবি তুলে নিচ্ছেন। আবার অনেকে মাছের সঙ্গে সেলফি তুলছেন।

sylhet

লালবাজারের ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, প্রায় আড়াই মণ ওজনের মাছটি জেলেরা নিয়ে এসেছেন এখানে। মাছের দাম চার লাখ টাকা হাঁকানো হয়েছে। কিন্তু ক্রেতা না পাওয়ায় কেটে বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে। ন্যূনতম আড়াই হাজার টাকা কেজি দরে বিক্রির জন্য মাইকিং করা হয়েছে।

তিনি বলেন, এরই মধ্যে ৩০/৪০ জন নিজেদের মোবাইল নম্বর দিয়ে নাম তালিকাভুক্তি করে গেছেন। কয়েক মাস আগেও প্রায় তিন মণ ওজনের একটি বাঘাইড় লালবাজারে মাইকিং করে কেটে আড়াই হাজার টাকা কেজি দরে বিক্রি করা হয়।