করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০হাজার টাকা দিল শিবগঞ্জ গ্রাম পুলিশ

আব্দুর রহমান আব্দুর রহমান

শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, মে ১৯, ২০২০

বগুড়ার শিবগঞ্জ উপজেলার গ্রাম পুলিশরা করোনা প্রতিরোধে সহযোগীতার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০হাজার টাকা প্রদান করেছেন। এ উপলক্ষে শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে গ্রাম্য পুলিশদের সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীরের হাতে ত্রাণের টাকা হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, শিবগঞ্জ উপজেলা ইউপি চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি ও কিচক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম নাজমুল কাদির শাহজাহান চৌধুরী, সমিতির সাধারণ সম্পাদক ও বিহার ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম, দেউলী ইউপি চেয়ারম্যান আব্দুল হাই প্রধান, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসের সিইএ রেজাউল করিম, অফিস সহকারী আনোয়ারুল ইসলাম প্রমূখ।

উল্লেখ্য গ্রাম্য পুলিশরা তাদের পিকনিকের জন্য বরাদ্দকৃত টাকা পিকনিক না করে করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেন। তাদের এ উদ্দ্যােগকে সকলে সাধুবাদ জানান।