করোনা প্রতিরোধে বগুড়ার শিবগঞ্জে কন্ট্রোল রুম

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০

শিবগঞ্জ, বগুড়া প্রতিনিধি: বাংলাদেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবেলার লক্ষ্যে উপজেলা পর্যায়ে করোনা ভাইরাসের সংক্রমণ, প্রতিরোধ ও পরিস্থিতি সংক্রমণসহ সার্বিক ব্যবস্থাপনার নিমিত্তে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় কন্ট্রোল রুম চালু করা হয়েছে। উক্ত কন্ট্রোল রুম পরিচালনা করার জন্য গত ১৯ মার্চ শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো: আলমগীর কবির স্বাক্ষরিত এক অফিস আদেশ দেওয়া হয়েছে । উক্ত আদেশে শিবগঞ্জ উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানদের প্রতিদিন বিকাল ৫.০০ টার মধ্যে বিদেশ থেকে আসা সকল ব্যক্তিদের তথ্য প্রদানের জন্য বলা হয়েছে। অফিস আদেশের পরিচালনা করার জন্য দায়িত্ব প্রদান করা হয়েছে শিবগঞ্জ উপজেলার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার জনাব মাহফুজুর রহমান, জনাব মো: আহসান হাবীব, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর ও জনাব মো: বিল্লাল হোসেন, উপজেলা প্রোগ্রামার কর্মকর্তা, শিবগঞ্জ, বগুড়া।