উপ-নির্বাচন: রায়নগরে টেবিল ফ্যান প্রতীকে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী শফিক

প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০১৯

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ আজ বৃহস্পতিবার বগুড়ার শিবগঞ্জের রায়নগর ইউনিয়নে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই নজির বিহীন নিরাপত্তার মধ্যদিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন চলাকালীন সময়ে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এ নির্বাচনে মোট ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। বেসরকারি ফলাফলে স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম শফি টেবিল ফ্যান প্রতীকে ভোট পেয়েছেন ৫ হাজার ৭শত ৭৫ পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সালাহ উদ্দিন মিল্লাত আনারস প্রতীকে ভোট পেয়েছেন ৫ হাজার ৩শত ২০ ভোট ও আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী তাজুল ইসলাম নৌকা প্রতীকে ভোট পেয়েছে ৪ হাজার ১ শত ৫৯ ভোট। এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান এর সাথে কথা বললে তিনি বেসরকারি ভাবে শফি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার কথা জানিয়েছেন।

অপরদিকে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ৪,৫,৬, নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসন শূন্য হওয়ায় উপনির্বাচন ২৫ জুলাই সকাল ৯ টা থেকে শুরু করে ও বিরতিহীনভাবে বিকেল পাঁচটা পর্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

উক্ত শূন্য আসনে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিজয়ী হন বেসরকারিভাবে, সূর্যমুখি ফুল প্রতীকে মোছা নাসিমা বিবি।