আশুলিয়ায় বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে তীব্র যানজট

প্রকাশিত: ৩:৪৪ পূর্বাহ্ণ, মে ১২, ২০২১

সাভারের আশুলিয়ায় বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ঈদকে সামনে রেখে লোকাল বাস, ট্রাক, মিনিট্রাক ও মাইক্রোবাসে কয়েকগুণ বেশি ভাড়া দিয়েও বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। তবে সরকারি আদেশ বাস্তবায়নে মাঠে রয়েছে পুলিশ।

সরেজমিনে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের জিরাবো এলাকায় গিয়ে দেখা যায়, সড়কটির উভয়পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সন্ধ্যার পর থেকেই সড়কটিতে যানবাহনের পরিমাণ বেড়ে যায়।

মঙ্গলবার (১১ মে) রাত ৯টার পর থেকে আশুলিয়ার বাইপাইল থেকে আব্দুল্লাহপুর সড়কের বেশিরভাগ জায়গায় তীব্র যানজট দেখা যায়। একদিকে সড়কে যানজট, অন্যদিকে বৃষ্টিতে বেড়েছে মানুষের ভোগান্তি।

এদিকে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চলাচল করা দূরপাল্লার বাস আটকে দেয়ার জন্য আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানী বাজার এলাকায় চেকপোস্ট বসিয়েছে আশুলিয়া থানা পুলিশ।

আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার বলেন, যানবাহনের অতিরিক্ত চাপ বেড়ে যাওয়ায় ট্রাফিক পুলিশের পাশাপাশি জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।

এছাড়াও ট্রাক, মিনিট্রাক ও মাইক্রোবাস আটক করে যাত্রীদের নামিয়ে দেয়া হচ্ছে বলে জানান তিনি।