আঈণ জালতের যুদ্ধের ইতিহাস

প্রকাশিত: ১:২৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৮

আঈণ জালতের যুদ্ধ। প্রতীকি ছবি


সাফফাত ইসলাম বিন শহিদুল:  সম্মানিত পাঠক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে আরেকটি স্মরনীয় ও ইতিহাসের আরো একটি গুরুত্বপূর্ণ যুদ্ধের কথা তুলে ধরব ইনশাল্লাহ
প্রথমে বলে নেই এই যুদ্ধে মোংগল ও মুস্লিম শাসক সাউফুদ্দিন এর ব্যাপারে তুলে ধরা হয়েছে।
এই যুদ্ধটি হলো আঈণজালুতের যুদ্ধ
এটি সংগ্রহ করা হয়েছে করণেল এম এম কোরাইশীর ‘গউরবদীপ্ত জিহাদ’ এই বইটি থেকে।

প্রথমে আলোচনা করব মোংগলরা কারা ? তাদের পরিচয় কি ?
উত্তর –পশ্চিম এশিয়ার ওনন ন্দীর তীরে মোংগল জাতির বসবাস ছিলো।তাদের একজন গোত্র পতির নাম ছিল ইয়েসুগাই .১১৬৭ খিরস্টাব্দে তার স্ত্রীর গর্ভে এক সন্তান হলো তার নাম দেওয়া হলো তেমুজিন চেংগিস খান ।এই চেংগিস খান ছিলো সেই মোংগলদের মধ্যে শক্তিধর সর্দার ।১২০৬ সালে চেঙ্গিস খান ছিলো মোংগ্লিয়ান স্তেপের একছত্র অধি পতি /দা গ্রেট খান।এই লোক বালয বয়স থেকে ছিলো নিরদয় এবং নিষ্ঠুর । তিনি গঠন করেন দুর্ধর্ষ মোংগল বাহিনী ইতিহাসে যারা তাতার নামে খ্যাত ।এই বাহিনী একে একে এসীয়া ও ইউরোপের অনেক সম্রাজয দখল করে নিয়ে ছিলো। এই মঙ্গলরাই বহুমুস্লিম ভূখন্ড দখল করে এবং লুট পাট চালায় বহু মুস্লিম দের হত্যা ।তারা ১২০৬ থেকে ১২৬০ অব্দি একটি যুদ্ধে ও হারে নি সামার কান্দ আলেপ্পো এই তাতারি হামলায় রেহায় পায়নি এবং জ্ঞানের শহর বাগদাদ কে ধব্বংস স্তুপে পরিনত করে , চেঙ্গিস খানের পৌত্র হালাকু খান ১০ লাখ মানুষকে বাগদাদে হত্যা করে ,ইতিহাসে এরা ছিলো অনযতম নিষ্ঠূর সেনাবাহীনি কিন্তু তারা পরে মুস্লিমদের হাতে যুদ্ধে পরাজিত হয় ।
মুসলিমদের হাতে মোংগলদের পরাজয়ের অন্যতম একটি যুদ্ধ হলো আঈন জালুতের যুদ্ধ ।মোংগলদের হাতে যখন ৫০০ বছর আব্বাসীয় খেলাফতের ধব্বংস হয় তখন।

১২৬০ সালে থমকে দাঁড়ায় মোংগলদের জয় যাত্রা ।ফিলিস্তিনে গাজার অদুরে আঈণজালুতের যুদ্ধে তারা মুলিম শাসক সাইফুদ্দিন কুতুজ ও তার রুকুনুদ্দিন বেবারস সেনপতি এবং মাম্লুক মুস্লিম বাহীনির হাতে তাদের পরাজয় হয় ।সাইউদ্দিন ১২৩১ সালে পারস্যের বিখযাত খাওয়ারীজম রাজ বংশে জন্ম গ্রহণ করেন।মোঙ্গলদ্র হাতে খাওয়ারিজোম সম্রাজযের পতন ঘটলে তাকে দাস হিসাবে বিক্রি করে দেওয়া হয় সিরিয়ায় ।ছোত অবস্থায় সে মোংগলদের ওপর ঝাপিয়ে পরে তাই তাকে মোঙ্গল রা কুতুজ বা নিকৃষ্ট কুকুর বলত তাই তিনি কুতুজ নামে প্রসিদ্ধি লাভ করেন।তার পর মিশরের শেষ আইয়ুবী সুলতান আল মালিকুল সলেহ নাযমুদ্দিন আইয়ুব তাকে দাস হিসাবে ক্রয় করে নেন।বিশ্বস্ত ও ভালো মানের সেনাবাহীনি গঠোণ এর লক্ষে সুলতান এর দারা যে দাস ক্রয় করা হতো তাদের মাম্লুক বলা হতো। টাড়পোড় সাইফুদ্দিন ৭ম ক্রুসেডর যুদ্ধে অংশগ্রহণ করেন এবং মান্সুরার অসামানয বীরত্বের পরিচয় দেয়।সুলতান নাযমুদ্দিন এর মরণ হয়ার পর মিশরে আইয়ুবি সম্রাজযের পতন ঘটলে শুরু হয় মাম্লুক শাসিত সম্রাজয সাইফুদ্দিন ছিলেন সেই মাম্লুক সুলতান।১২৬০ সালে বসন্তে তার কাছে দুত আসল।মোংগল যুব্রাজ হালাকু তাকে আত্মসমর্পণ করতে বলেছেন কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন ও মোংগলদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করে ।তিনি মোঙ্গল দুত কে হত্যা করে।তিনি তাতারদের বিরুদ্ধে খুবই বিচক্ষণ ভাবে রণ পরিকল্পনা করেন ও ৩০০ কিলোমিটার তাড়িয়ে কমান্ডার রুকুনুদ্দিন বেবারস সকল মোংগল সেনাকে হত্যা সময় । বিস্তারিত পরাবরতীতে দিব ইনশাল্লাহ।