অধিভুক্তি বাতিল নয়, ঢাবি’র সঙ্গেই থাকছে সাত কলেজ

প্রকাশিত: ২:০২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০১৯

রাজধানীর সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিল নয় বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গেই থাকছে কলেজগুলো। এসব কলেজ পরিচালনার কাজকে আরও গতিশীল করতে জনবল নিয়োগ দেওয়া হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেন।

 

সূত্র জানায়, অধিভুক্ত সাত কলেজ বাতিলের কোনো প্রশ্নই আসে না। প্রধানমন্ত্রী যেভাবে চাচ্ছেন সেটাই হবে। অধিভুক্ত সাত কলেজ পরিচালনার জন্য বাড়তি জনবল নিয়োগ দেওয়ার কথা রয়েছে। তবে জনবলের সংখ্যা স্পষ্ট করে জানা যায়নি। সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের প্রবল আন্দোলনের মুখে একটি সুপারিশ কমিটি গঠন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। প্রথমে দশ কার্যদিবস, এরপর এক মাস সময় চাইলেও দেড় মাস পার হতে চললেও কার্যত কোন সমাধান দেয়নি সুপারিশ কমিটি।

এ ব্যাপারে সুপারিশ কমিটির আহ্বায়ক প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা সিস্টেমেটিক্যালি এগুচ্ছি। আরও সময় লাগবে।