
বগুড়া প্রতিনিধি : বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) এ আসনে আলোচিত স্বতন্ত্র প্রার্থী (সিংহ মার্কা) আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম পেয়েছেন ৬৩৮ ভোট।
এ আসনে ১০৫টি কেন্দ্রে বিএনপির মোশারফ হোসেন (ধানের শীষ) এক লাখ ২৬ হাজার ৭২২ ভোট পেয়ে বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম জাসদের (ইনু) একেএম রেজাউল করিম তানসেন (নৌকা) পেয়েছেন, ৮৪ হাজার ৬৭৯ ভোট। এর আগে সকাল থেকেই তার নির্বাচনী এলাকা কাহালু ও নন্দীগ্রামের কেন্দ্রগুলোতে তিনি ঘুরে বেড়াচ্ছিলেন এবং পর্যবেক্ষণ করছিলেন। কিন্তু দুর্বৃত্তদের অতর্কিত হামলায় ক্ষিপ্ত হয়ে ভোট বর্জন করেন তিনি।
দুর্বৃত্তদের হামলার বিষয়ে হিরো আলম বলেন, আমাকে এত ভয়ের কী আছে। আমি তো কারও ক্ষতি করিনি। জনগণ যদি আমাকে পছন্দ না করেন ভোট দেবেন না। সন্ত্রাসীরা আক্রমণ করবে কেন?