
নোয়াখালীর সুবর্ণচরের চর আমানউল্লাহ গ্রামে পরিবারের সাথে অভিমান করে এক কলেজশিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার দুপুরে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
ওই শিক্ষার্থীর নাম লীনা রানী দাস। তিনি স্নাতক পর্যায়ের শিক্ষার্থী ছিলেন। তার বাবার নাম লিটন চন্দ্র দাস। শুক্রবার সকাল ৯টার দিকে লীনার মৃত্যু হয়।
চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।