সাধারণ মানুষকে ধোকা দিয়ে শুধু ভোট নিয়েছে এলাকায় কোন উন্নয়ন করেনি: জিন্নাহ্
মোঃ আল আমিন হোসাইন মোঃ আল আমিন হোসাইন
সিনিয়র সম্পাদক

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া জেলা জাতীয় পার্টির সভাপতি বগুড়া-২ শিবগঞ্জ এলাকার সংসদ সদস্য মহাজোট প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ্ বলেছেন, আগামী ৩০ডিসেম্বর মহাজোটের বিজয় নিশ্চিত। গত ৫ বছরে শিবগঞ্জের রাস্তা-ঘাট, ব্রীজ, কালভার্ট, স্কুল, কলেজ মাদ্রাসা, মসজিদ, মন্দির, বিদ্যুৎ সহ এলাকার ব্যাপক উন্নয়ন ঘটানো হয়েছে। তিনি আরো বলেন, বিগত সংসদ সদস্যরা শিবগঞ্জের সাধারণ মানুষকে ধোকা দিয়ে শুধু ভোট নিয়েছে, এলাকায় কোন উন্নয়ন করেননি। শিবগঞ্জ উন্নয়নশীল এলাকা হলেও বগুড়ার মধ্যে শিবগঞ্জ উপজেলা অনেক ক্ষেত্রে পিছিয়ে রয়েছি। তিনি লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে পুনরায় মহাজোট সরকারের হাত কে শক্তিশালী করার আহ্বান জানান। গতকাল শনিবার উপজেলার ভাইয়ের পুকুর বাজারে পথসভায় উপরোক্ত কথাগুলো তিনি বলেন। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বেলাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, সৈয়দ শাহাজাদা চৌধুরী, আলহাজ্ব আমিনুল হক দুদু, জেলা পরিষদের সদস্য আব্দুল করিম, ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, মোজাফ্ফর হোসেন, আব্দুল হাই, মাস্টার হাবিবুল আলম, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, জাপা নেতা মোস্তাফিজার রহমান বাদশা, এরফান আলী, যুবলীগ নেতা আঃ ছাত্তার, ছাত্রলীগ নেতা রিজ্জাকুল ইসলাম রাজু প্রমুখ। পরে সংসদ সদস্য আটমুল, জামুরহাট, বুড়িগঞ্জ, পিরব, খয়রাপুকুর, মাঝিহট্ট সহ বেশ কয়েকটি পথ সভায় বক্তব্য রাখেন।