
ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের মহাজোট মনোনীত প্রার্থী আলহাজ্ব এডভোকেট নাজিম উদ্দিন আহমেদের নির্বাচনী এলাকা ১নং মইলাকান্দা ইউনিয়নের শ্যামগঞ্জ বাজারের ষ্টেশন রোড এলাকার নির্বাচনী অফিস (মানিক মোদকের) ঘরে শনিবার রাত সারে ১০টার দিকে একদল দুর্বৃত্ত আগুন দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘরের ভিতর থেকে ধোয়া ও আগুন দেখে রাস্থা দিয়ে যাওয়ার সময় এক পথচারীর চিৎকারে আশে পাশের বাড়ী ঘরের লোকজন এগিয়ে এসে আগুন নিভাতে সঙ্খম হয়। আগুনে অফিস ঘরে রক্ষিত নির্বাচনী পোস্টার, টিভি, চেয়ার, লিফলেট, ডেকোরেশনের কাপর পুড়ে যায়।
এ ঘটনার প্রতিবাদে রাতেই আ.লীগ ও এর অংগ সংঘঠনের নেতাকর্মীরা এক প্রতিবাদ মিছিল বের করে এবং ঘটনার সাথে জরিতদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানানো হয়।
খবর পেয়ে গৌরীপুর থানা পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করেছেন।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান এখনও মামলা দায়ের করা হয়নি। মামলার প্রক্রিয়াধীন রয়েছে।