
টাইব্রেকারে লিচেস্টার সিটিকে হারিয়ে ইংলিশ লিগ কাপের সেমিফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। ম্যাচটির নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলের সমতায় শেষ হয়। যেখানে ম্যানসিটির হয়ে কেভিন ডি ব্রুইন ও লিচেস্টার সিটির হয়ে মার্ক আলব্রাইটন গোল করেন। অতিরিক্ত সময়ে আর কোনো গোল না হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে এবং সেখানে ৩-১ গোলের জয় পায় সিটিজেনরা। অন্যদিকে এ দিন অরলিন্সকে হারিয়ে ফরাসি লিগ কাপের শেষ আটে উঠেছে জায়ান্ট পিএসজি।
গতকাল শেষ ষোলোর লড়াইয়ে দ্বিতীয় সারির ক্লাব অরলিন্সকে ২-১ গোলের হারিয়েছে তারা। ম্যাচটিতে পিএসজির হয়ে ১টি করে গোল করেছেন এডিনসন কাভানি ও মুসা ডিয়াবি। অরলিন্সের হয়ে একমাত্র গোলটি করেছেন জোসেফ লোপি। অরলিন্স প্রতিপক্ষ হিসেবে তুলনামূলক সহজ। তাই দলের সেরা খেলোয়াড় নেইমারকে বিশ্রামে রেখেই শেষ ষোলোর ম্যাচটিতে খেলতে নামে পিএসজি। অবশ্য নেইমার না থাকলেও জয় পেতে সমস্যা হয়নি ফরাসি জায়ান্টদের। অরলিন্সের মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে শুরু থেকেই দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কোচ টমাস টুশেলের শিষ্যরা। তবে একের পর এক আক্রমণ করলেও কাক্সিক্ষত গোলের দেখা পেতে ম্যাচের ৪১ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের।