
রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার (৫৮) ওপর হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
তাকে সঙ্কটাপন্ন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোলাম মোস্তফা গোদাগাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর গোলাম মোস্তফা মোহনপুর ইউনিয়ন পরিষদ থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় একই ইউনিয়নের ৩, ৪ এবং ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আওয়ামী লীগ নেতা যথাক্রমে এলাম উদ্দিন, হাসান ইমাম বাবু ও আবু বক্কর আবুর নেতৃত্বে ৮-১০ জন তার ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা লোহার রড এবং বাঁশের লাঠি দিয়ে চেয়ারম্যান গোলাম মোস্তফাকে বেধড়ক পেটায়।
গোলাম মোস্তফার ছেলে শফিক উদ্দিন মানিক জানান, তার বাবাকে রামেক হাসপাতালের ৩৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার বাম পা ভেঙে গেছে। এছাড়া শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত রয়েছে।
এ ব্যাপারে গোদগাড়ী মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, এখনও এ ব্যাপারে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।